Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সখিপুর থানা পুলিশের কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৯ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৯ PM

bdmorning Image Preview


শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকাল ৩.৩০ ঘটিকার সময় সখিপুর থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগণের সঙ্গে পুলিশের আস্থার এক সেতুবন্ধন। জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে সচেতন ও মুক্ত রাখার জন্য কমিউনিটি পুলিশিং এর অবদান হতে হবে সবচেয়ে বেশি।

এ ব্যাপারে কমিউনিটি পুলিশিং এর দায়িত্ব হবে, যেকোন ধরনের মাদক, জঙ্গিবাদ ও সমাজে অপরাধের মূল হোতাদের সম্পর্কে পুলিশকে অবহিত করা। বিশ্বের প্রায় সকল দেশেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা বিদ্যমান রয়েছে। যদি বিবেকের কাছে সচেতন না হন, তাহলে পুলিশ একা সমাজের শান্তি আনতে পারবে না।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল হক আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল কল্লোল কুমার দও, সখিপুর থানা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক জিতু মিয়া বেপারি, জেলা পরিষদের সদস্য কাইয়ুম পাইক, চরভাগা ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান সিকদার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার প্রমুখ। 

Bootstrap Image Preview