Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাউথইস্ট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান উন্নয়নে জাতীয় সম্মেলন

আহমেদ জুবায়ের প্রাপণ, সাউথইস্ট ইউনিভার্সিটি প্রতিনিধি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৪ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৪ AM

bdmorning Image Preview


সাউথইস্ট ইউনিভার্সিটিতে 'উচ্চশিক্ষার মান উন্নত করার লক্ষে' একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষা সম্মেলনে উদ্বোধনী ও সমাপ্ত অধিবেশনের সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ এ এন এম মেশকাত উদ্দিন।

প্রধান অতিথি হিসাবে সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর মেসবাহউদ্দিন আহমেদ, এছাড়া হেড অব কোয়ালিটি অ্যাসারেন্স ইউনিট, হেউইউইপি-ইউজিসির প্রফেসর ডঃ সঞ্জয় কুমার অধিকারী,এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টির সদস্য এমটি কামালউদ্দীন চৌধুরী।

সম্মেলনে অতিথিদের বক্তব্যর মাধ্যমে উঠে আসে, বর্তমানে বাংলাদেশের বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু তাদের মূল্যায়ন সঠিক ভাবে হচ্ছেনা।

যুগ ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সাথে সাথে, যুগ ও যুগোপযোগী শ্রেণী কক্ষ নিশ্চিত করতে হবে তাহলে আমরা সঠিক শিক্ষা নিশ্চিত করতে পারবো। শিক্ষকদের আরো সদয় হতে হবে পাঠ দানের ক্ষেএে। শিক্ষার্থীরা যাতে শুধুমাএ পাঠ্য জ্ঞেনে সীমাবদ্ধ না থেকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে হবে।

গতকাল শনিবার স্থায়ী ক্যাম্পাস,তেজগাঁওয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এছাড়া উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার,চেয়ারম্যান বিভিন্ন অনুষদের পরিচালক ও সদস্যরা।

Bootstrap Image Preview