Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মালদ্বীপে চলছে প্রেসিডেন্ট নির্বাচন, কড়া নজর রাখছে ভারত-চীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২২ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২২ AM

bdmorning Image Preview


বিরোধীদের নানা অভিযোগ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মধ্যে মালদ্বীপে আজ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ভোট দিচ্ছেণ দেশটির সাধারণ মানুষ। বিরোধীরা এবারের নির্বাচনকে গণতন্ত্রের জন্য গণভোটবলে উল্লেখ করছে।

ব্রিটিশ সংবাদসংস্থা জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে কড়া নজর রেখেছে ভারত আর চীন। পরিস্থিতির উন্নতি না হলে দেশটি ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুমের ক্ষমতাসীন প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ (পিপিএম) এবং ইব্রাহিম মোহাম্মদ সোলিহের বিরোধী দলগুলোর যৌথ জোট।

দেশটিতে এই নির্বাচনে প্রায় ২ লক্ষ ৬০ হাজার ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এই নির্বাচনের মাধ্যমে চীন মালদ্বীপে তার প্রভাব আরো বাড়াতে চায়। অন্যদিকে ভারতের লক্ষ্য বেইজিং ঘেঁষা প্রেসিডেন্ট ইয়ামিনের জন্য নির্বাচনে বিপর্যয় সৃষ্টি করা।

নির্বাচনের বিষয় এশিয়ান নেটওয়ার্ক ফর ইলেকশন (এএনএফআরইএল) জানিয়েছে, এই নির্বাচন স্বচ্ছ ও অবাধ হবে না। কারণ ইয়ামিন সরকার কঠোর আইনজারিসহ বিরোধিদের ওপর ধর-পাকড় চালাচ্ছে।

Bootstrap Image Preview