Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নেপালে বন্ধ হচ্ছে 'পর্ন সাইট'

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৮ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৮ AM

bdmorning Image Preview


ধর্ষণের ঘটনা আতিরিক্ত বেড়ে যাওয়ার কারেনে এবার দেশজুড়ে পর্নসাইটগুলি বন্ধের নির্দেশ জারি করেছে নেপাল সরকার।

গত শুক্রবার সরকারের পক্ষ বিবৃতি জারি করে একথা ঘোষণা করা হয়েছে। ফলে নেপালে আর কোনও পর্নসাইট চালু থাকবে না। প্রকাশ করা যাবে না কোনও পর্নোগ্রাফি। 

নেপাল সরকারের সেই নির্দেশিকায় জানানো হয়েছে, সবধরনের পর্নসাইটকেই ব্লক করে দেওয়া হবে। সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে, সংবিধান অনুযায়ী যৌনমিলন বা কুরুচিকর কোনও ছবি তৈরি করা কিংবা প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর তাই সেগুলি যাতে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের হাতে না পৌঁছায় সেজন্য এ ধরনের সমস্ত ওয়েবসাইটকেই নেপালে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সম্প্রতি নেপালে বৃদ্ধি পেয়েছে ধর্ষণ এবং খুনের ঘটনা। আর এই সব ঘটনা রুখতে নেপাল সরকারের এই সিদ্ধান্ত। কিন্তু তাতে অবশ্য অনেকেই খুশি হতে পারছেন না। কেউ বলছেন, অপরাধীদের ধরতে ব্যর্থ সরকার। আর তাই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

Bootstrap Image Preview