Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও সাংবাদিকের উপর হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:২০ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আবারো দুর্বৃত্তের হামলার শিকার সাংবাদিক। এবার হামলার শিকার হয়েছেন রাজবাড়ির পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকালের খবরের পাংশা প্রতিনিধি আবুল কালাম আজাদ। হামলায় গুরুতর আহত অবস্থায় আবুল কালাম আজাদকে ঢাকায় আনা হয়েছে।

শুত্রবার রাত সাড়ে সাতটার দিকে পাংশা পোস্ট অফিসের কাছে তিনি হামলার শিকার হন।

জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে পাংশা থেকে বাড়ি ফিরছিলেন আবুল কালাম আজাদ। তিনি পাংশা পোস্ট অফিসের কাছে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে হামলা করে। হামলাকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে সাংবাদিক আবুল কালাম আজাদের হাত ও পা ভেঙ্গে দেয়। এসময় আশেপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন এসে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গুহাসপাতালে নিয়ে আসে।

আবুল কালাম আজাদের বড় ভাই জানান, অফিসে থেকে বাসায় ফেরার সময় ১০ থেকে ১৫ জন লোক এসে তার ভাইয়ের উপর হামলা চালায়। হামলাকারীদের চিনতে পেরেছে নাকি জানতে চাইলে তিনি জানান, হামলাকারীরা সরকারি দলের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও তাদের নাম পরিচয়ের ব্যাপারে কিছু জানেন না বলে তাদের কাছে জানিয়েছে আবুল কালাম আজাদ। এর আগেও পাংশা রেজিস্ট্রর অফিসের কাছে একবার হামলার শিকার হয়েছিলেন বলে জানান তিনি।

তিনি আরো জানান, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানিয়েছে আবুল কালাম আজাদের দুই হাত এবং দুই পা গুরুত্বর জখম হয়েছে। তিনটি আঙ্গুলসহ বাম হাত, একটি আঙ্গুলসহ ডান হাত ভেঙ্গে গেছে। বাম পা ভেঙ্গেছে এবং ডান পা ফেটে গেছে।

এ ব্যাপারে পাংশা থানার পরিদর্শক আহসানউল্লাহ বলেন, সাংবাদিক আবুল কালাম আজাদের উপর হামলার ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ আসলে আইন অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক আবুল কালাম আজাদ দৈনিক আজকালের খবরের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ৫২ নিউজের রিপোর্টার ও ফদিপুরের বাঙ্গালী খবর পত্রিকার স্টাফ রিপোর্টার। কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার পাংশা প্রতিনিধি হিসাবেও কাজ করছেন।

Bootstrap Image Preview