Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বৃদ্ধাকে ধর্ষণের সাত দিনেও মিলেনি আসামিদের খোঁজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৩ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চা খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল বর্ধমান শহরে। শুক্রবার ভোরে বছর সত্তরের ওই বৃদ্ধাকে বর্ধমান স্টেশন লাগোয়া একটি মিষ্টির দোকানের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় কয়েকজন উদ্ধার করেন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, ওই দিনই বৃদ্ধার অস্ত্রোপচার হয়েছে। ডাক্তারি রিপোর্ট পাওয়ার পরে রাতে বর্ধমান থানা স্বতঃপ্রণোদিত হয়ে ধর্ষণের মামলা রুজু করেছে। তবে কোথায় ও কখন ঘটনাটি ঘটেছে, তা বিশদে জানাতে পারেননি অভিযোগকারী তথা বর্ধমানের আইসি তুষারকান্তি কর। ঘটনার নিন্দা করে শনিবার সকালে বর্ধমান স্টেশনে পোস্টার সাঁটান কয়েকজন ছাত্রছাত্রী।

 

ধর্ষক রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে গেছে রাস্তার ধারে। ধর্ষণের আগে ওই নারীকে ‘মা’ সম্বোধন করে চা খেতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল সেই ব্যক্তি। তারপরই এই কাণ্ড। হুগলির শ্যাওড়া গ্রামে বাড়ি নিগৃহীতার। পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় ভবঘুরের মতো জীবনযাপন করেন তিনি। চেয়েচিন্তে খান। তাকে নিশানা করে দুর্বৃত্ত।

কী ঘটেছিল সেদিন

বৃদ্ধার বয়ানে উঠে এসেছে সেই মর্মান্তিক ঘটনার কথা। ঘুরতে ঘুরতে গত শুক্রবার বর্ধমানে এসেছিলেন তিনি। একাই বসেছিলেন রাস্তার ধারে। বৃদ্ধা বলেন, ‘একটা ছেলে এসে আমাকে বলে, ‘মা চা খেতে যাবে? আমি বুড়ি মানুষ, সকালে চা খেলে ভালো লাগবে বলে ওর সঙ্গে গেলাম। তারপর আমাকে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। আমার উপর অত্যাচার চালায়। মারধরও করে।’

এরপর বৃদ্ধা কোনোরকমে আসেন বড় রাস্তার ধারে। তখন তার শাড়ি রক্তে ভিজে লাল। ব্যথায় কাতরাচ্ছেন। উৎসুক মানুষ আড়চোখে তাকালেও এগিয়ে আসেনি। তবে ক্রমশ অমানবিক হতে থাকা এই সভ্যতায় সহমর্মিতার সম্পূর্ণ মৃত্যু ঘটেনি। বৃদ্ধা বলেন, ‘চারটি ছেলে আমার কাছে আসে। জানতে চায়, কী হয়েছে। তারপর আমাকে একটি রিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে আসে।’

কিন্তু ওই চার যুবক রক্তাক্ত বৃদ্ধাকে হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করাননি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের খোলা চত্বরে বসিয়ে রেখে চলে যান তারা। ঘটনাচক্রে সেদিন একাধিক সাংবাদিক হাজির ছিলেন হাসপাতাল চত্বরে। একটি বড় সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

তিন সাংবাদিক নিজেদের পেশাদারিত্বের খোলস ছেড়ে এগিয়ে আসেন যন্ত্রণাকাতর, রক্তাক্ত বৃদ্ধার শুশ্রূষায়- সুজাতা মেহরা, সুমন ভগত ও সাইফুল হোসেন মল্লিক। কী দেখেছিলেন তারা? সুজাতা মেহেরা বলেন, ‘একটা ঘটনা কভার করতে এসেছিলাম। হঠাৎ দেখি হাসপাতালের একটা জায়গায় ছোট জটলা। ওখানে কী হচ্ছে দেখতে আমরা এগিয়ে যাই। দেখি, এক বৃদ্ধা বসে রয়েছেন। রক্তে লাল তার শাড়ি। তখন বুঝতে পারিনি, কী হয়েছে। ওকে জিজ্ঞেস করলে বলেন, একজন তার সঙ্গে খারাপ কাজ করেছে। একজন আয়াকে পরীক্ষা করে দেখতে বলি। তিনি পরীক্ষা করে বলেন, অত্যাচার হয়েছে বৃদ্ধার সঙ্গে।’

সাংবাদিক ভগত বলেন, ‘সবাই ছবি তুলছিল বৃদ্ধার। কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। যে চারটি ছেলে ওকে হাসপাতালে এনেছিল, তারাও ভর্তি করায়নি। অনেকেই এসব ক্ষেত্রে পুলিশি ঝামেলা এড়াতে চায়। তাই সামনে আসে না। আমরা না এলে বৃদ্ধা হাসপাতালে ভর্তি হতে পারতেন না।’

মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসির খান সাংবাদিকদের পাশে দাঁড়ান। তিনি বলেন, ‘একটা বড় দুর্ঘটনার পর অনেক আহত যাত্রীকে আনা হয়েছিল। তা নিয়ে ব্যস্ততা ছিল। তাই ব্যাপারটা অনেকক্ষণ নজর এড়িয়ে যায়। পরে বৃদ্ধাকে ভর্তি করানো হয়। সাংবাদিকরাই নিগৃহীতাকে ইমার্জেন্সিতে ভর্তি করান। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।’

সাংবাদিক সুজাতা বলেন, ‘চিকিৎসক আমাকে ক্ষতস্থান দেখিয়েছেন। আমি দেখেই বুঝতে পারি, কতটা অত্যাচার চালানো হয়েছে।’

বর্ধমান মেডিকেল কলেজের স্ত্রী-রোগ বিভাগে ভর্তি রয়েছেন নিগৃহীতা। হাসপাতালের সুপার ডা. উৎপল বলেন, ‘এখন ওই বৃদ্ধার অবস্থা স্থিতিশীল। প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চিকিৎসকরা তাকে নজরদারিতে রেখেছেন।’

তিনি বলেন, তারা এখনো পুলিশকে নিগৃহীতার জবানবন্দি রেকর্ড করার অনুমতি দেননি। কারণ জানতে চাইলে সুপার বলেন, ‘এখনো ট্রমার মধ্যে আছেন ওই বৃদ্ধা। মানসিকভাবে তিনি কথা বলার মতো অবস্থায় নেই। একটু সুস্থ হলে সে কথা ভাবা যাবে।

পুলিশের ভূমিকা এবং...

অতিরিক্ত পুলিশ সুপার (বর্ধমান সদর) ‌প্রিয়ব্রত রায় বলেন, ‘‘চা খাওয়ানোর নাম করে ওই বৃদ্ধাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে শুনেছি। তবে এখনও তাঁর সঙ্গে পুলিশ সরাসরি কথা বলেনি। তিনি সুস্থ হয়ে ওঠার পরে কথা বলা হবে। তখন আরও তথ্য হাতে এলে অভিযুক্তের খোঁজ পাওয়া সম্ভব হবে।’’ তিনি জানান, মেডিক্যাল কলেজের রিপোর্ট পাওয়ার পরেই এফআইআর করা জরুরি মনে হওয়ায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করা হয়েছে। হাসপাতালের সুপার উৎপল দাঁ বলেন, ‘‘ডাক্তারি পরীক্ষায় যৌন নির্যাতনের চিহ্ন স্পষ্ট। অস্ত্রোপচার করতে হয়েছে। দুই ইউনিট রক্ত দিতে হয়েছে। তবে বৃদ্ধার অবস্থা এখন স্থিতিশীল।’’

পুলিশ জেনেছে, বৃদ্ধার বাড়ি হুগলিরর পাণ্ডুয়া এলাকায়। তিনি ট্রেনে ভিক্ষে করেন। বৃহস্পতিবার রাতে ভিক্ষে করার পরে বর্ধমান স্টেশনের বাইরে রাত কাটান। হাসপাতালের বিছানায় শুয়ে শনিবার ওই বৃদ্ধা অভিযোগ করেন, ‘‘স্টেশনের বাইরে একটি মিষ্টির দোকানের সিঁড়িতে শুয়েছিলাম। ভোরে এক জন লোক এসে চা খাওয়াবে বলে আমাকে বনের ভিতরে নিয়ে যায়। সেখানেই নির্যাতন করে। রক্তাক্ত অবস্থায় কিছুক্ষণ পড়েছিলাম। পরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কোনও রকমে উঠে আসি।’’ রেল পুলিশ অবশ্য তাদের এলাকায় এ রকম কোনও ঘটনা ঘটেছে বলে মানতে চায়নি।

বর্ধমানে এমন ঘটনা এই প্রথম। বিষয়টি নিয়ে বর্ধমানের বাসিন্দারা খুবই অস্বস্তিতে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা মনোজিৎ আচার্য চৌধুরী বললেন, ‘এমন ব্যাপার এখানে ঘটবে, ভাবিনি। নিরাপত্তা কোথাও নেই যে বোঝাই যাচ্ছে।’

স্থানীয় সাংবাদিক দেবদত্ত বলেন, ‘স্টেশন চত্বর সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছে। রাত ৯ টার পর নেশার কারবার চলে রমরমিয়ে। মহিলা পাচার থেকে শুরু করে সব অসামাজিক কাজই হয় এখানে।’

নিস্পৃহ সংবাদমাধ্যম!

এই ঘটনায় নতুন মাত্রা যুক্ত করেছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম। ধর্ষণের ঘটনা ফলাও করে দেখানো হয় রাজ্যের বিভিন্ন চ্যানেলে, গুরুত্বের সঙ্গে তা প্রকাশিত হয় সংবাদপত্রেও। কিন্তু শুক্রবারের এই ঘটনা নিয়ে শনি ও রোববারও আশ্চর্যজনকভাবে প্রায় নিশ্চুপ মিডিয়া। দু-একটি ওয়েব পোর্টালে বর্ধমানে বৃদ্ধার ধর্ষণের খবর জায়গা করে নিয়েছে। সেই খবর ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি কোথাও এই খবরটা দেখিনি।’

অথচ এই সংবাদমাধ্যম কামদুনির ছাত্রীর ধর্ষণ ও হত্যা কিংবা রানাঘাটে প্রবীণ সন্ন্যাসিনী ধর্ষণের খবর যথাযথ গুরুত্ব দিয়েই প্রকাশ করেছিল। কিন্তু, সেই সংবাদমাধ্যম সত্তর বছরের এই বৃদ্ধার উপর যৌন অত্যাচার নিয়ে নিস্পৃহ কেন? আনন্দবাজার পত্রিকার সাবেক ডেপুটি নিউজ এডিটর শম্ভু সেন বলেন, ‘মিডিয়া আক্রান্তের সোশ্যাল স্ট্যাটাস দেখে খবর বাছাই করে বৈকি। এটা করা উচিত নয়। এই ভূমিকা নিন্দনীয়। মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় বলেন, ‘সাধারণভাবে মিডিয়া ধর্ষণের ঘটনার আক্রান্ত কোনো টিনএজার হলে সেটা নিয়ে বেশি মাতামাতি করে। আক্রান্ত যদি প্রবীণ হন, তাহলে অতটা হেলদোল দেখা যায় না। রানাঘাটের ঘটনায় ফুটেজ পাওয়া গিয়েছিল, সে ক্ষেত্রে অপরাধ অস্বীকার করার উপায় ছিল না।

সংবাদমাধ্যমের নিস্পৃহতা সম্পর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বলেন, ‘মিডিয়া কীভাবে এসব ঘটনা দেখাচ্ছে, রাজ্য সরকার মিডিয়াকে নানাভাবে নিয়ন্ত্রণ করছে। সে জন্যই এসব ঘটনা সামনে আসছে না। ঘটনার বীভৎসতা বেশি হলে তখন কিছুটা দেখানো হচ্ছে।’

বিচার পাবেন বৃদ্ধা?
বিচার পাওয়ার লড়াই কত কঠিন, তা জানে কামদুনি, পার্কস্ট্রিট। ২০১৩ সালের ৭ জুনের কামদুনির গণধর্ষণের সেই ঘটনার পরে রাস্তায় নেমেছিল গোটা গ্রাম। স্থানীয় মহিলাদের প্রতিবাদের জবাবে মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের বামপন্থি সমর্থক বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কামদুনির জনতাকে কোনোভাবেই টলাতে পারেনি কেউ।

সপ্তাহ পার, তবু বর্ধমান স্টেশন চত্বরে বৃদ্ধাকে ‘ধর্ষণে’র ঘটনায় ধরে পড়েনি কেউ। ওই বৃদ্ধা এখনও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। ফলে পুলিশ সরাসরি তাঁর মুখ থেকে কোনও বয়ান নিতে পারেনি। এতে তদন্তে বাধা পড়ছে বলেও পুলিশের দাবি।

জেলা পুলিশের এক কর্তা বলেন, “তদন্তের অনেকটা আমরা এগিয়েছি। কিন্তু বৃদ্ধার বয়ান খুবই প্রয়োজন। তাঁর সঙ্গে কথা বললে বুঝতে পারব, তিনি কোথায় পড়েছিলেন। কোন জায়গায় নির্যাতিত হয়েছিলেন।” ওই কর্তার দাবি, অভিযুক্তের শারীরিক বিবরণ পেতে ওই বৃদ্ধার সঙ্গে কথা বলা খুবই জরুরি।

পুলিশ জানিয়েছে, হুগলির আরামবাগ থেকে ছেলে এসে হাসপাতালে ওই বৃদ্ধার সঙ্গে দেখা করে গিয়েছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ঘটনার ১০-১২ দিন আগে গোঘাটের শ্যাওড়া গ্রামে বাড়ি ছেড়ে চলে আসেন বৃদ্ধা। তারপর থেকে তিনি নিখোঁজই ছিলেন। কিন্তু কী ভাবে ওই বৃদ্ধা বর্ধমান স্টেশনে এসেছিলেন তা এখনও অজানা। তবে পুলিশের অনুমান, ভোরের দিকে স্টেশন লাগোয়া এলাকায় ওই বৃদ্ধাকে ধর্ষণ করে পালায় অভিযুক্ত। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন রিকশা চালক ওই বৃদ্ধাকে হাসপাতালের গেটে নামিয়ে দিয়ে চলে যাচ্ছেন। আর দু’জন সাফাইকর্মী ওই বৃদ্ধাকে হাসপাতালের জরুরি বিভাগের গেটে পৌঁছে দিচ্ছেন।

পুলিশের ওই কর্তা জানান, রিকশা চালককে খুঁজে বের করে তাঁর সঙ্গে কথা বলা হয়েছে। তিনি জানিয়েছেন, স্টেশনের কাছে একটি মিষ্টির দোকানের সামনে থেকে কয়েকজন মিলে ওই বৃদ্ধাকে রিকশায় তুলে দেন। রক্তাক্ত বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছে দিয়ে চলে যান তিনি। ওই সাফাইকর্মীরাও একই কথা জানান।

পুলিশের দাবি, রেল পুলিশকে এগিয়ে আসতে অনুরোধ করা হয়েছিল। তারাও খোঁজখবর করতে শুরু করেছে। গত ১৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন বৃদ্ধা। সে দিনই অস্ত্রোপচার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেন, ওই বৃদ্ধা ধর্ষিত হয়েছেন। ওই রিপোর্ট পাওয়ার পরেই ১৫ সেপ্টেম্বর বর্ধমান থানার আইসি তুষারকান্তি কর স্বতঃপ্রণোদিত হয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

মানবাধিকার কর্মী শাশ্বতী ঘোষ বলেন, ‘জনগণের প্রতিবাদের ভূমিকা আছেই। স্থানীয় মানুষ যদি প্রতিবাদ না করে তাহলে পুলিশ বা প্রশাসন বিষয়টা নিয়ে মাথা ঘামায় না। কাকদ্বীপ বা বরানগরের ক্ষেত্রে আমরা সেটাই দেখেছি। বরানগরে এক কাগজ কুড়ুনিকে নিগ্রহ করা হয়েছিল। দু’দিন সেটার খবর নিয়ে হইচইয়ের পর সব থেমে যায়। আজ ভিখারিনির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। কাল আমাদের ক্ষেত্রে ঘটতে পারে, প্রতিবাদ না করলে প্রতিকার হবে না।’

পুলিশের ভূমিকা সম্পর্কে শাশ্বতী ঘোষ বলেন, ‘পুলিশ নিজের অঞ্চলে অপরাধ কম করে দেখাতে চায়। এ কারণে মামলা রুজু, তদন্তের ঝক্কি তারা পোহাতে চায় না। তাই দেখবেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে ধর্ষণের মামলায় অভিযুক্তকে দোষী সব্যস্ত করার হার সারা দেশের মতোই কম।’

রানাঘাটের সত্তরোর্ধ সন্ন্যাসিনী ধর্ষণের সঙ্গে বর্ধমানের ঘটনাকে কেন এক সারিতে রাখছে না সমাজ? শাশ্বতীর মতে, ‘রানাঘাটের সন্ন্যাসিনী একটি চার্চের সঙ্গে যুক্ত ছিলেন। তার পেছনে মিশনারি প্রতিষ্ঠান ছিল। শুধু দেশ নয়, বিশ্বের খ্রিষ্টান সমাজ এ নিয়ে সরব হয়েছিল। এমনকি ভ্যাটিক্যান থেকেও বার্তা এসেছিল। তাই এই প্রতিবাদের ফলে পুলিশ প্রশাসনের ওপর চাপ তৈরি হয়েছিল।’

‘আমরা আক্রান্ত' সংগঠনের নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র শাশ্বতী ঘোষের মতোই বলেন, ‘জনতার চাপ না থাকলে বিচার হয় না। পার্কস্ট্রিটের গণধর্ষণে নিগৃহীতার অভিযোগ থানা নিতে চায়নি। পরে অভিযোগ নেয়া হলেও অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে।’

Bootstrap Image Preview