Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরিশালে ইউপি চেয়ারম্যানকে হত্যার ঘটনায় গ্রেফতার ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৬ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৬ PM

bdmorning Image Preview


বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে পরদিন শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সিরাজ সিকদার, পান্নাআইয়ুব আলী, হরষিত এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির জানানগ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য উদঘাটন করা হয়েছে। বিভিন্ন বিষয় সামনে বেরিয়ে আসায় সবগুলো বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে শনিবার সকালে স্থানীয়রা উজিরপুরের কারফা বাজারসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ ঘটনার সাথে সংসদ সদস্য তালুকদার ইউনুসের পিএস আবু সাইদের সম্পৃক্ত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। দুপুর সোয়া দুইটার দিকে নিহত চেয়ারম্যানের লাশ ময়নাতদন্ত শেষে জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজ মাঠে আনা হয়।

এ ছাড়া চেয়ারম্যানকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উজিরপুরের ইচলাদীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ইউনিয়ন চেয়ারম্যানরা।

Bootstrap Image Preview