Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরিশালে ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ডের ঘটনায় ৫ আসামি গ্রেফতার

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৭ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের বিষয়ে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার হতে আজ শনিবার পর্যন্ত অভিযান পরিচালনা করে অভিযুক্ত এই ৫ ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিরাজ সিকদার, পান্না, আইয়ুব আলী, হরষিত এবং একই ইউনিয়ন পরিষদের সাবেক একজন সদস্য।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য উদঘাটন করা হয়েছে। বিভিন্ন বিষয় সামনে বেরিয়ে আসছে। সবগুলো বিষয় পর্যালোচনা করে দেখা হচ্ছে। এবং সেই অনুযায়ী কাজ করা হচ্ছে।

এদিকে, সকাল থেকে উজিরপুরের কারফা বাজারসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয়রা। জল্লা ইউনিয়নের বাসিন্দারা বিভিন্ন স্থানে অবস্থান করছেন এবং কারফা বাজার সংলগ্ন একটি তিন তলা ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসময় স্থানীয় সংসদ সদস্য তালুকদার ইউনুসের পিএস আবু সাইদকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল আবু সাইদের সম্পৃক্ততার বিষয়ে সরাসরি অভিযোগ করেছেন।

তবে পুলিশ বলছে বিষয়টি তারা খতিয়ে দেখছে।

স্থানীয় বাসিন্দা নির্মল বিশ্বাস জানান, এখানে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের পাশাপাশি মাদক ইয়াবার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনেকেই অবস্থান নেয়।

এই ঘটনায় জল্লা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এবং একজন উপপরিদর্শককে প্রত্যাহার করার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে গুলি করে হত্যা করা হয় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎকে। নিহত বিশ্বজিৎ হালদার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

Bootstrap Image Preview