Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের সামরিক কুচকাওয়াজে গুলি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০২ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে দেশটির সামরিক বাহিনীর কুচকাওয়াজে গুলি চালিয়েছে এক ব্যক্তি। এ সময় বেশ কেয়েকজন সেনা সদস্য আহত হয়েছে।

আজ শনিবার এই বন্দুক হমলায় বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম গুলো।

প্রতিবেদনে বলা হয়, বন্দুককারী কুচকাওয়াজের কাছাকাছি একটি পার্ক থেকে গুলি চালায় বলে জানা গেছে। সে সময় ওই ব্যক্তির সামরিক পোশাক পরা ছিল।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১০ মিনিটের মধ্যে গুলি চালানো বন্ধ করে ওই হামলাকারী। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এই হামলার পেছনে জঙ্গিগোষ্ঠী আইএসের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বন্দুকধারীরা প্যারেড প্রাঙ্গণে ঢুকতে না পেরে দূর থেকে গুলি চালায়। এর ফলে হতাহতের এ ঘটনা ঘটে। কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য স্থাপিত মঞ্চ লক্ষ্য করেও তারা গুলি চালিয়েছে। হামলার পর হামলাকারীরা পালিয়ে যেতে সমর্থ হয়েছে। তবে তাদের অভিযান চলছে।

১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধ উদযাপনে দেশটির বিভিন্ন স্থানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছিল।

Bootstrap Image Preview