Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কাঠালিয়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

নারী ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫১ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫১ AM

bdmorning Image Preview


ঝালকাঠির কাঠালিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীর বিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহম্মদ ফয়সাল উদ্দীন।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লতাবুনিয়া গ্রামের সালাম হাওলাদরের পুত্র মো. সোহাগ হোসেনের সাথে একই গ্রামের শাহীন আলমের মেয়ের সাথে বাল্য বিবাহের আনুষ্ঠানিক প্রস্তুতি চলছিল।

সেসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগমকে দিয়ে বর ও কনেসহ উভয় পক্ষকে উপজেলা নির্বাহী অফিসারের সামনে হাজির করা হয়।

বাল্য বিবাহ দিবে না এ মর্মে বর ও কনে পক্ষ অঙ্গীকার করেন এবং ৩শ' টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাস্পে বর সোহাগ হোসেন, তার পিতা আ. সালাম এবং কনের পিতা শাহীন আলম মুচলেকায় স্থানীয় ইউপি মেম্বর মো. মোস্তফা কামালের জিম্মায় তাদেরকে মুক্তি দেয়া হয়।

Bootstrap Image Preview