Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খালেদা-বিএনপি-জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে : তথ্যমন্ত্রী

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৬ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৯ AM

bdmorning Image Preview


তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা-বিএনপি-জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে। খালেদা জিয়া পাকিস্তানের কন্যা, খালেদা জিয়া রাজাকারের মা, জঙ্গি-আগুন সন্ত্রাসীদের মা। আর শেখ হাসিনা বাংলাদেশের কন্যা, আপনাদের কন্যা। আমরা দানবের সরকার চাই না, আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের মানবিক সরকার'। 

গতকাল শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাদুল্যাপুর উপজেলার মিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাসদ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেনযুক্তফ্রন্ট-ঐক্যজোটের দাবির একটাও জনগণের দাবি নয়। . কামাল হোসেনরা রাজনীতিতে বিএনপিকে পুনর্বাসনের ঠিকাদারী নিয়েছেন। তারা যদি এই ঠিকাদারী বন্ধ না করেন, তাহলে জামায়াত-বিএনপির যে পরিণতি হয়েছে,তাদেরও সেই পরিণতি ভোগ করতে হবে

তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১০ বছর ধরে বিএনপি-জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সরকার উৎখাতের চক্রান্ত করেছে। তারা এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে, যাতে একটি অস্বাভাবিক সরকার ক্ষমতায় আসে

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর উন্নয়ন চলছে। ১৪ দলের শরিক হিসেবে আমি আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই। সংসদ থেকে অযোগ্য এমপিদের দূর করার দরকার আছে এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প নেই। তাই আওয়ামী লীগের সাথে, ১৪ দলের সাথে জাসদ আছে

সাদুল্যাপুর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শিশির রঞ্জন রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকোয়াত হোসেন রাঙা, ওবায়দুর রহমান চুন্নু, এমপি প্রার্থী খাদেমুল ইসলাম খুদি, জেলা জাসদ সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, কেন্দ্রীয় যুবজোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ প্রমুখ

Bootstrap Image Preview