Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৭ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৭ PM

bdmorning Image Preview


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকিপুর ব্রাক্ষণপাড়া মন্দির প্রাঙ্গণে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সম্মেলনে রনজিৎ বরকন্দাজকে সভাপতি ও জয়দেব বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়।

সম্মেলনের পূর্বে ঐক্য পরিষদের বিভিন্ন ইউনিয়ন ও অন্যান্য কমিটির নেতৃবৃন্দ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব থেকে র‌্যালি সহকারে নকিপুর ব্রাক্ষণপাড়া মন্দিরে আসেন। সম্মেলনের উদ্বোধন ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার আহ্বায়ক রনজিৎ বরকন্দাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা ঐক্য সাধারণ সম্পাদক শ্রী স্বপন শীল, বিকাশ চন্দ্র দাশ, সাতক্ষীরা সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক অধ্যক্ষ শিবপদ গায়েন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, ঐক্য পরিষদ জেলার সভাপতি মন্ডলীর সদস্য শ্রী গোষ্ঠ বিহারী মন্ডল প্রমুখ।

সম্মেলনে জেলা নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শারদীয় দূর্গা পুজার তিন দিনের ছুটির দাবি, হিন্দু ফাউন্ডেশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ অন্যান্য দাবি জানান।

Bootstrap Image Preview