Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, নিরাপদ আশ্রয়ে সহস্রাধিক ট্রলার

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৫ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৫ PM

bdmorning Image Preview


নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সমুদ্র তীরবর্তী উপকূলীয় এলাকায় দফায় দফায় দমকা ঝড়ো হাওয়াসহ হালকা ও মাঝারী বৃষ্টিপাত হচ্ছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রগামী সহাস্রাধিক মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের শিববাড়িয়া নদীর আড়ৎ ঘাটে। নদী ও সাগরে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এদিকে ঝড়ের কবলে পড়ে রাঙ্গাবালী ও কলাপাড়ার ৪-৫টি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানান স্থানীয় জেলে ও ব্যবাসয়ীরা। জেলেরা আরো জানায়, বর্তমানে সমুদ্র বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছরে পড়ছে। রাতে সমুদ্র আরো উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমুহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

জেলেরা জানায়, আকস্মিকভাবে সাগর উত্তাল হয়ে উঠায় জীবন ও সম্পদ রক্ষার তাগিদে ট্রলার নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকেই জেলেরা নিরাপদ আশ্রয় ছুটে আসতে শুরু করে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে অধিকাংশ ট্রলার নিরাপদ আশ্রয়ে চলে আসে।

আলিপুর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা জানান, এফবি দেলোয়ার মোল্লা ও এফবি হাবিব খলিফা নামের ট্রলার দু’টির সন্ধান এখনও পাওয়া যায়নি। ওই ট্রলার দু’টি ৩৩ জেলেসহ নিখোঁজ রয়েছেন। তিনি শুক্রবার (২১ সেপ্টেম্বর)  বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলার গঙ্গামতি সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে বুধবার মধ্যরাতে ঝড়ের কবলে পড়ে দুইটি ইঞ্জিনচালিত ইলিশের ট্রলার ডুবে গেছে। অন্তত পাঁচ ঘণ্টা সাগরে ভাসতে ভাসতে ১০ জেলেকে সাগরের ৩৩কানি এলাকা থেকে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা উদ্ধার করে।

চাপলীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মসিউর রহমান উদ্ধার হওয়া জেলেদের উদ্ধৃতি দিয়ে জানান, ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলার দু’টির ১০ জেলে জালের ফ্লোট (ভাসা) ধরে সাগরে প্রায় পাঁচ ঘণ্টা ভেসে থাকে। এক পর্যায়ে সকালে কিনারে পৌঁছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ি সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা জানান, সাগর উত্তাল হওয়ায় সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য তীরে ফিরেছে। তবে রাঙ্গাবালী, কলাপাড়ার ৪-৫টি নামবিহীন ট্রলার নিখোঁজ রয়েছে।

Bootstrap Image Preview