Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৯ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৯ PM

bdmorning Image Preview


মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের নয়াকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন ওরফে মোফা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সরেজমিনে জানা যায় বিদ্যুতের লাইনটি অবৈধ লাইন হওয়ায় স্থানীয় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। রীতিমত ওই ঘটনাকে মৃত্যুকূপ বলে আখ্যায়িত করছে গ্রামবাসী। এ ঘটনায় খালেদা বেগম (৬০) নামে আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

নিহত বৃদ্ধের ভাই দেলোয়ার হোসেন বলেন, পাশের বাড়ির ইসমাইল হোসেনের ছেলে আমিনুল ইসলাম তার মাছ চাষকৃত পুকুরের পাড়ে অবৈধভাবে বিদ্যুতের সাইট লাইন নিয়ে প্রতি রাতে আলো জ্বালায়। আজকে সকালে আমার ভাইকে পুকুরের কচুরিপানা পরিস্কার করার জন্যে তাকে কাজে লাগিয়ে আমিনুল চাঁদপুর চলে যায়। কিন্তু আমার ভাই জানতো না এখানে বিদ্যুৎ সংযোগ আছে। কচুরিপানা পরিস্কার করতে গিয়ে সে বিদ্যুতের শর্ট খায় এবং ঘটনাস্থল থেকে আমরা তাকে মৃত উদ্ধার করি। 

এদিকে খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে  পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview