Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঘুমের মধ্যে সাপের কামড়, গৃহবধূর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে সাপের কামড়ে এলভি বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত চারটার দিকে উপজেলার বামনখান গ্রামে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। গুরুতর অবস্থায় তাকে শুক্রবার সকাল ৯টায় বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত এলভি বেগম ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা গ্রামের মো. মিরাজ মৃধার স্ত্রী। তার দুটি সন্তান রয়েছে। গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম জাকির হুসাইন গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত এলভির বোন নূপুর আক্তার জানায়স্বামীকে নিয়ে এলভি বৃহস্পতিবার সকালে বাবার বাড়ি বেড়াতে আসেন। রাত চারটার দিকে ঘুমন্ত অবস্থায় মশারির ভেতরে বিষধর একটি সাপ এলভিকে কামড় দেয়। সকালে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার আরো অবনতি হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পরামর্শ দেন। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্বজনরা ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান বলেনসাপেকাটা রোগীকে সঙ্কটাপন্ন অবস্থায় নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পরামর্শ দেই। রাতেই রোগীর চিকিৎসা প্রয়োজন ছিল। বিষধর সাপ কামড় দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে এন্টিভেনাম (প্রতিষেধক) রোগীর শরীরে প্রয়োগ করতে না পারলে রোগীর মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে।

Bootstrap Image Preview