Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৭ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাশিয়ার  অস্ত্র কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে বলে হুমকি দিয়েছে রাশিয়া ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা খেলা আন্তর্জাতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি তারা বিভিন্ন দেশের বিরুদ্ধে কথায় কথায় অবরোধ আরোপ করে বিপদজনক খেলায় মেতেছে

শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ইয়াদকোভ বলেন, ‘মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেয়াকে ওয়াশিংটনের আহ্লাদের মত মনে হয় ২০১১ সাল থেকে পর্যন্তত তারা মোট ৬০টি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র অবরোধ দিয়ে মস্কোকে দুর্বল করতে চায় কিন্তু তাদের ভুলে যাওয়া উচিৎ নয় যে, এভাবে রাশিয়াকে কখনোই দুর্বল করা যাবে না

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র চীনের সামরিক বাহিনীর ওপর রুশ যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে এমনকি রুশ গোয়েন্দা সংস্থা সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত ৩৩ জন কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে

ওয়াশিংটন ২০১৬ সালে তাদের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অযুহাতে এই নিষেধাজ্ঞা দিয়েছে তবে মার্কিন নির্বাচনে প্রভাব খাটানো অভিযোগ রাশিয়া বরাবরই অস্বীকার করে আসছে

Bootstrap Image Preview