Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়া ছাড়বে না বৃটিশ বিদ্রোহীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫২ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫২ AM

bdmorning Image Preview
সংগৃহীত


কিছুতেই সিরিয়া ছাড়বে না বৃটিশ বিদ্রোহীরাদেশটিতে সর্বশেষ বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশ ইদলিবে এখনো যুদ্ধ অব্যাহত রেখেছে ব্রিটেন বংশদ্ভুত যোদ্ধারা তাদের কেউ যুদ্ধ করছে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হয়ে আবার কেউ কাজ করছে বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শাম এর হয়ে এক সময় নুসরা ফ্রন্ট নামে পরিচিত হলেও এটিকেও আল-কায়েদার শাখা বলে দাবি করা হয়

এই যোদ্ধাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভয়ানক সব অত্যাচার হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে আন্তর্জাতি সম্প্রদায় তাদের বরাবরই সন্ত্রাসী সংগঠনের সদস্য মনে করে এখনো তারা ইদলিবকে তাদের নিয়ন্ত্রণেই রেখেছে অন্তত দুজন বৃটিশ বিদ্রোহীর সাথে কথা বলে জানা গেছে যে, তারা কোন অবস্থাতেই কারো কাছে অস্ত্র সমর্পণ করবে না

উল্লেখ্য, সম্প্রতি সর্বশেষ এই বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশটিতে অভিযান চালানোর ঘোষণা দেয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ এমনকি রাশিয়া কয়েকটি বিমান হামলা ইতোমধ্যেই চালিয়েছে বলে প্রতিবেদনও হয়েছে তবে গত ১৭ সেপ্টেম্বর সেখানে একটি নিরাপদ অঞ্চল গঠনে তুরস্ক রাশিয়ার মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে

Bootstrap Image Preview