Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ার সামরিক সরঞ্জাম কেনায় চীনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫০ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫০ AM

bdmorning Image Preview


রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান এবং স্থল থেকে আকাশে আঘাত হানতে সক্ষম মিসাইল কেনায় চীনের সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্র বলছে, মস্কোর ওপর ওয়াশিংটনের বলবৎ থাকা নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য চীনের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হতে বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন। ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়া।

জানা গেছে, রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রসোবোরনএক্সপোর্ট-এর সঙ্গেগুরুত্বপূর্ণ লেনদেনেরকারণে চীনের ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (ইডিডি) এবং এর প্রধান লি স্যাংফু-র ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া ইডিডি এবং স্যাংফুকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে তাদের কোন সম্পদ থাকলে তা জব্দ করা হবে এবং মার্কিনিরা তাদের সঙ্গেসাধারণভাবে ব্যবসা করতে পারবেন না। এগুলোর সঙ্গে ইডিডির রপ্তানি লাইসেন্স বাতিল এবং মার্কিন অর্থ ব্যবস্থা থেকে তাদের নাম বাদ দেয়া হয়েছে।

চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ছাড়াও রাশিয়ান সেনাবাহিনী ও গোয়েন্দাদের সঙ্গে সম্পৃক্ত ৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, চীন সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ১০টি সুকহই সু-৩৫ যুদ্ধবিমান এবং এস-৪০০ মিসাইল কিনেছে

Bootstrap Image Preview