Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে অপহরণের ৮ দিন পর মাদরাসা ছাত্রীকে উদ্ধার

নারী ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৬ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৬ AM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জে জান্নাতুল আক্তার পিংকি(১৪) নামে এক মাদরাসা ছাত্রীকে অপহরণের ৮ দিন পর উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ সেপ্টেম্বর)রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুরা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

গত সোমবার (১১ সেপ্টেম্বর)রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকা থেকে একদল অপরহরণকারী ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে বুধবার বিকালে অপহৃতার পিতা হুমায়ুন কবির বাদী হয়ে রূপগঞ্জ থানায় অপহরণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানায় দেয়া মামলার এজাহার থেকে জানা যায়, করাটিয়া এলাকার হুমায়ুন কবিরের মেয়ে স্থানীয় রানীপুরা মহিলা মাদরাসার ৯ম শ্রেণি পড়ুয়া ছাত্রী জান্নাতুল আক্তার পিংকিকে দীর্ঘদিন করে মাদরাসায় আসা যাওয়ার পথে পার্শ্ববর্তী রানীপুরা এলাকার রহমতউল্যাহ ছেলে কাওসার উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনা পিংকি তার পরিবারকে জানালে তারা কাওসারকে ভবিষ্যতে এমন না করার জন্য চাপ দেয়।

এতে ক্ষিপ্ত হয়ে ১১ই সেপ্টেম্বর রাত ৮টার দিকে করাটিয়া নিজ বাড়ির সামনে থেকে কাওসারসহ আরো ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি পিংকিকে জোরপূর্বক একটি প্রাইভেটকার যোগে অপহরণ করে নিয়ে যায়।

পরে অপহৃতার পিতা বাদী হয়ে মামলা দায়ের করার পর সেই রাতেই পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় রানীপুরা এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি প্রেম ঘটিত বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview