Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গামাটিতে ইউপিডিএফ'র ২ কর্মীকে গুলিকরে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৪ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৪ AM

bdmorning Image Preview


রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার রামসুপারি পাড়া এলাকায় দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা রামসুপারি পাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের চাঁদা আদায়ের কালেক্টর ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার ভোরে দিবাগত ৩টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়ননের রামহরি পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আকর্ষণ চাকমা (৪২) ও শ্যামল কান্তি চাকমা (৩২)। পুলিশ ও স্থানীয়রা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সুমেন চাকমা নামে ওই এলাকার এক আত্মীয় বাড়ি বেড়াতে যান আকর্ষণ ও শ্যামল কান্তি। রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাদেরকে গুলি করে হত্যা করে  দুর্বৃত্ততরা।

নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ বলেন, 'রামসুপারি পাড়ায় দুই ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার খবর পেয়ে আমরা ফোর্স পাঠিয়েছি। লাশ এখনও সেখানেই আছে। আমাদের পৌঁছাতে সময় লাগবে; ফিরে এসে বিস্তারিত জানাতে পারব।'

ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না তারা।

তবে সংগঠনটির একাধিক নেতা বলেছেন, এ হত্যাকাণ্ডের জন্য তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেই (এমএন লারমা) সন্দেহ করছেন।

আকর্ষণ চাকমা ও শ্যামল কান্তি চাকমা এক সময় জনসংহতি সমিতির ওই সংস্কারপন্থি অংশে থাকলেও কয়েক মাস আগে দলত্যাগ করে ইউপিডিএফে যোগ দেন। রামসুপারি পাড়া এলাকায় তারা সংগঠনের ‘কালেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য।

অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনসংহতি সমিতির (এমএন লারমা) মুখপাত্র প্রশান্ত চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'এর সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দল হতে পারে।'

 

 

Bootstrap Image Preview