Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুপার ফোরে অাজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫১ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৩ AM

bdmorning Image Preview


এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত। আগামীকাল দুবাইয়ে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে টাইগাররা। জয় দিয়ে সুপার ফোর শুরুর লক্ষ্য থাকবে দু’দলের। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্যায়ে সেরা পারফরমেন্স দিয়েই সুপার ফোরে নাম লেখায় বাংলাদেশ ও ভারত।

এশিয়া কাপে দশবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে নয়বারই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ভারতকে একবার হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। ২০১২ সালের আসরে নিজেদের মাটিতে ভারতকে পরাজিত করে টাইগাররা। সেবার শচীন টেন্ডুলকার ওয়ানডেতে শততম সেঞ্চুরি স্বাদ পেয়েছিলেন।

ওয়ানডেতেও জয়ের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। ৩৩ ম্যাচে ২৭টি জয় ও ৫টি ম্যাচে হারে টিম ইন্ডিয়া। তাই কাগজ-কলমের হিসেবে জয়ের দিক দিয়ে বেশ এগিয়ে ভারতই। কিন্তু সাম্প্রতিক ফর্মের বিচারে দু’দল সমান অবস্থানে।তবে ২০১৫ সাল থেকে বাংলাদেশ ও ভারত ম্যাচের আলাদা উত্তাপ ছড়াচ্ছে। মিরপুরে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ভারতকে ২-১ ব্যবধানে হারায়। 

এদিকে আবু ধাবি স্টেডিয়াম থেকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে  বাংলাদেশ দল হোটেল ইন্টার কন্টিনেন্টালে পৌঁছেছে রাত ১টায়। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাত্র ১০ ঘন্টার বিশ্রামে টিম বাংলাদেশ। তবে এ সময় বিশ্রামেই রয়েছে ভারতীয় দল।

মুশফিকুর রহিম ও মুস্তাফিজকে বিশ্রামে রেখে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তারা দুজনই আজ ফিরবেন। নিশ্চিতভাবেই মুমিনুল জায়গা হারাবেন। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হবেন তরুণ নাজমুল। বাদ পড়তে পারেন অভিষিক্ত হওয়া আবু হায়দার রনি। মুস্তাফিজ ফেরায় তাকে ডাগ আউটে দেখা যাবে। তবে প্রতিপক্ষ যখন ভারত তখন ক্লান্তি দূর করে তেতে উঠবে পুরো দল।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইদু, মনীষ পান্ডিয়া, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, হার্ডিক পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, শারদুল ঠাকুর ও খলিল আহমেদ।

Bootstrap Image Preview