Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পান্ডিয়ার পর ছিটকে গেলেন আরো দুই ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১১ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১১ AM

bdmorning Image Preview


২১ সেপ্টেম্বর সুপার ফোরের লড়াইয়ে বিকালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তবে এ ম্যাচে মাঠে নামার আগে ভারতীয় শিবিরের কপালে চিন্তার ভাঁজ ৷ হার্দিকের পর এবার চোটের কবলে আরও দুই ভারতীয় ক্রিকেটার৷

পাকিস্তান ম্যাচের সময় পরিবর্ত ক্রিকেটার হিসেবে ফিল্ডিং করতে নেমে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন স্পিনিং অল রাউন্ডার অক্ষর প্যাটেল৷ ফলে তাঁর এশিয়া কাপ অভিযান এখানেই শেষ৷ সেই সঙ্গে চোট পেয়েছেন পেসার শার্দুল ঠাকুর৷ এশিয়া কাপে হংকং ম্যাচ খেলেছিলেন শার্দুল৷ তাঁর ডান পায়ের হিপ মাসলে চোট রয়েছে৷ ফলে এক ম্যাচ খেলেই দেশে ফেরার বিমান ধরতে হচ্ছে শার্দুলকে৷ অন্যদিকে বুধ সন্ধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে মেগা ডুয়েলে কোমড়ে চোট পেয়েছে স্ট্রেচারে মাঠ ছেড়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া৷ বরোদার ক্রিকেটারও এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন৷

এশিয়া কাপের বাকি ম্যাচগুলির জন্য হার্দিক ও আরও দুই ক্রিকেটারের পরিবর্ত নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ হার্দিকের জায়গায় দুবাই উড়ে যাচ্ছেন দীপক চাহার৷ অন্যদিকে অক্ষরের জায়গায় দলে ফিরছেন বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা৷ আর শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে আসছেন সিদ্ধার্থ কল৷

অন্যদিকে প্রায় একবছর পর পরিবর্ত ক্রিকেটার হিসেবে ওয়ান ডে দলে ডাক পেলেন রবীন্দ্র জাদেজা৷ অক্ষর চোট পেয়ে ছিটতে যেতে তাঁকে দলে ফিরিয়েছে শাস্ত্রী অ্যান্ড থিঙ্কট্যাঙ্ক৷ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর আর জাতীয় দলের সীমিত ওভারের ওয়ান ডে ফরম্যাটে সেভাবে ডাক পাননি জাদেজা৷

শেষবার গতবছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টোনে ম্যাচ খেলেছেন৷ ভারতের ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলে এখন কুলদীপ-চাহাল জুটির দাপট৷ এশিয়া কাপে রোহিতর দলে জায়গা পেলে সেটা হবে স্যার জাদেজার প্রত্যাবর্তন৷ ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজের শেষ টেস্ট ওভাল সুযোগ পেয়ে কোহলির আস্থার মান রেখেছিলেন জাদেজা৷ এবার রোহিতের দলে ফিরলে সীমিত ওভারে ফের জাড্ডু ম্যাজিক দেখা যায় কিনা দেখার অপেক্ষায় অনুরাগীরা৷

হার্দিকের পরিবর্তে দলে আসা দীপক চাহারের ওয়ান ডে অভিষেক হতে পারে এশিয়া কাপে৷ দেশের জার্সিতে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ এলেও এখনও পর্যন্ত ওয়ান ডে ম্যাচ খেলা হয়ে ওঠেনি দীপকের৷ সেই সুযোগই আসতে পারে এশিয়া সেরার লড়াইয়ের মঞ্চে৷

Bootstrap Image Preview