Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রশিদ-গুলবাদিননবীর টর্নেডোতে আফগানদের সংগ্রহ ২৫৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৪ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫২ PM

bdmorning Image Preview


আবুধাবিতে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগারদের ২৫৬ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।

আজকের ম্যাচে রীতিমত ব্যাটসম্যান হয়ে গিয়েছিলেন রশিদ খান। ১৬০ রানে ৭ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন তিনি। জুটি বাদেন গুলবাদিন নাইবের সঙ্গে।

আফগান এই লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে ৭ উইকেটে ২৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন হাশমতউল্লাহ। শেষ দিকে ৩২ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৭ রানের লড়াকু ইনিংস খেলেন লেগ স্পিনার রশিদ খান। তাছাড়া ৩৮ বলে ৪২ রান করেন গুলবাদিন নবি।

শেষ ৫ ওভারে তারা তোলেন ৫৭ রান। শেষ ওভারে মাশরাফির কাছ থেকে রিলেন ১৯ রান। সেই টর্নেডো জুটির কারণেই বাংলাদেশের কপালে এখন চিন্তার ভাজ পড়েছে।

বোলিংয়ের শুরুতে নিজের প্রথম অভারে উইকেট তুলে নেয় আবু হায়দার রনি। প্রথম উইকেট তুলে নেয়ার পর তৃতীয় ওভারে রহমতশাহকে সরাসরি বোল্ড করে দুই উইকেটে নেওয়া। রনি ছাড়াও সাকিব শেহেজাদ ও আসগরকে খুব তাড়াতাড়িই বিদায় করেন। আর দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

আজ টাইগার দলে ওয়ানডে অভিষেক হয়েছে ওপেনার নাজমুল হাসান শান্ত ও আবু হায়দার রনির।এছাড়াও দীর্ঘ দিন পর দলে জায়গাপেয়েছেন মুমিনুল হক।

Bootstrap Image Preview