Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৯ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৯ PM

bdmorning Image Preview


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ মো. আসিফ উল ইসলাম ওরফে পলক (২৮) নামে যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রাণীনগর উপজেলা সদর ইউয়িনের লোহাচুড়িয়া গ্রামের সাদেক আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মো. আসিফ উল ইসলাম ওরফে পলক রাণীনগর উপজেলার বড়বরিয়া গ্রামের মো. আক্তারুল ইসলাম ওরফে বাবলুর ছেলে।

পুলিশ জানায়, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাণীনগর উপজেলা সদরের লোহাচুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সাদেক আলীর বাড়ি তল্লাশী করে আসিফ উল ইসলাম ওরফে পলককে গ্রেফতার করে। এ সময় তার বিছানার বালিশের নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় বুধবার রাণীনগর থানায় পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে পলকে জেল হাজতে পাঠিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Bootstrap Image Preview