Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল থেকে ৩ নেতা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৭ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৭ AM

bdmorning Image Preview


সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ মিছিল থেকে তিন নেতাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আটকৃতরা হলেন, জেলা বাসদের সমন্বয়ক নিত্যনন্দ সরকার, বাসদের সদস্য অ্যাড. খগেনন্দ্রনাথ সরকার ও প্রশান্ত কুমার রায়।

তফসিল ঘোষণার আগে বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচলকালিন নিরপেক্ষ তদারকি সরকার গঠনসহ চারদফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল সহকারে সাতক্ষীরা প্রেসক্লাব থেকে নির্বাচন অফিসের দিকে রওনা হয়।

প্রেসক্লাব থেকে বের হওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ মিছিলটি বাধা দিয়ে পণ্ড করে দেয়। এ সময় বাম গণতান্ত্রীক জোটের মিছিল থেকে তিন জন নেতাকে আটক করে নিয়ে যায় ও ব্যানারটিও ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ প্রেসক্লাবের সামনে অবস্থান নিলে বাম গণতান্ত্রিক জোটের নেতারা প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়ে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সরকার বিরোধী কর্মকাণ্ড করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview