Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিল ও বাইসাইকেল জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৭ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৭ PM

bdmorning Image Preview


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা প্রায় ৪ লাখ টাকার ২২৯ বোতল ফেনসিডিল ও ভারতীয় ২৭টি সাইকেল আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হাবিলদার শাহজাহান আলীর নেতৃত্বে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ শিমুলবাড়ী কোম্পানি বিজিবির টহল দল নন্দীরকুটি সীমান্ত এলাকা থেকে এগুলো জব্দ করে

বিজিবি জানায়, ভারত থেকে মাদক ব্যবসায়ীরা ব্যাগযোগে মাদক পাচারের চেষ্টা চালালে টহলরত বিজিবিকে দেখে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে থাকা ২২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার ফেন্সিডিলের সিজার মূল্য ৯১ হাজার ৬০০ টাকা।

অন্যদিকে, ওইদিন প্রায় একই সময়ে বিজিবির টহলদল নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী সীমান্তের ৯৩২নং আন্তর্জাতিক সীমানা পিলার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৭টি সাইকেল আটক করা হয়েছে। আটক সাইকেলের সিজার মূল্য ২ লাখ ১৮ হাজার টাকা।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ শিমুলবাড়ী কোম্পানির বিজিবি কমান্ডার সুবেদার নুর-ই আলম বুধবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ফেন্সিডিলগুলো বিজিবি ব্যাটালিয়নে ও আটক সাইকেল কাস্টমস অফিসে জমা করা হবে।

Bootstrap Image Preview