Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইল নারী মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: 
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:০১ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:০১ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে ৬ মাসের সাজা প্রদান করাছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মেহদী ইমাম।

জানাযায়, নারী মাদক ব্যবসায়ী উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের জনৈক এমদাদুল হকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৪০)। সে দীর্ঘদিন যাবত মাদক সেবন ও মাদকের ব্যবসা সাথে জড়িত।

বুধবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও মাদক নিয়ন্ত্রক অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে দণ্ড-প্রাপ্ত গাঁজা ব্যাবসায়ীর নিজ বাড়ীতে গাঁজা বিক্রয়ের সময় তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা ঘোষণার পর তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

Bootstrap Image Preview