Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ 

মোস্তাফিজ নোমান, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৪ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৪ AM

bdmorning Image Preview


ময়মনসিংহ জেলার শ্রেষ্ট উপজেলা শিক্ষা অফিসার হিসেবে মনোনিত হয়েছেন ত্রিশাল উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ। ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এডিসি শিক্ষা সেলিম আহমেদের সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন সহ জেলা শিক্ষা অফিসের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ময়মনসিংহ জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বদের নির্বাচিত করা হয়। শিক্ষা অফিসার নুর মোহাম্মদ ইতিপূর্বেও বিভিন্ন সময় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন।

গত ৩০ শে অক্টোবর ত্রিশালে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন নূর মোহাম্মদ। যোগদানের পর থেকে তিনি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, শতভাগ বিদ্যালয়ে শহীদ মিনার র্নিমান, শতভাগ বিদ্যালয়ে কাব ড্রেস ও ক্ষুদে ডাক্তার ড্রেস, প্রতিটি বিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য একটি করে ডাস্টবিন ব্যবহার নিশ্চিত, শতভাগ বিদ্যালয়ে সততা ষ্টোর, মহানুভবতার দেয়াল ও পরিপাটি কর্নার নির্মাণ, উপজেলার ৮ টি ক্লাস্টারে নিজ উদ্যোগে স্থানীয় পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণের জন্য ৮ টি ট্রেনিং সেন্টার নির্মান, শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার জন্য ডিজিটাল ক্লাশরুমের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সাড়া জাগিয়েছে।

এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ তার উদ্ভাবনী কর্মের মাধ্যমে ইতিপূর্বেও পুরস্কৃত হয়েছেন। এ বছরের ১১ মার্চ নওমহল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা শিক্ষা মেলায় সব উপজেলা শিক্ষা অফিসকে টপকে শিক্ষা অফিসার নূর মোহাম্মদের নেতৃত্বে প্রথম স্থান অর্জন করেন এবং এ বছরের মার্চে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় ত্রিশাল উপজেলা শিক্ষা অফিস প্রথম স্থান অর্জন করে। নূর মোহাম্মদ তাঁর পূর্ব কর্মস্থল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শিক্ষা অফিস প্রথম স্থান অর্জন করে।

শিক্ষা অফিসার নূর মোহাম্মদ ২০১৭ সালে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

নূর মোহাম্মদ ১৫ ফেব্রুয়ারি ১৯৭৭ সালে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স শেষ করে ২২ শে সেপ্টেম্বর ‘২০০৬ সালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে চাকরী জীবন শুরু করেন। এরপর থেকেই তার সৃজনশীল কর্মকাণ্ডে তার চাকরী জীবনে গড়েছেন বিভিন্ন গৌরবগাঁথা সাফল্য ও জনমুখী বিভিন্ন কর্মকাণ্ড। 

Bootstrap Image Preview