Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নাটোরে রেলের ২ হাজার ৬০০ লিটার চোরাই তেলসহ গ্রেফতার ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৯ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৯ AM

bdmorning Image Preview


নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন থেকে ২ হাজার ৬০০ লিটার রেলওয়ের চোরাই তেলসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

বুধবার ভোরে আজিমনগর রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কমান্ডার (ভারপ্রাপ্ত) ও সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. আজমল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র আজিমনগর রেলস্টেশনে তেল চুরি করে আসছিল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে র‌্যাবের একটি দল সেখানে ওৎ পেতে থাকে। একপর্যায়ে প্রায় দুই হাজার ৬০০ লিটার তেলসহ তিনজনকে হাতে নাতে আটক করা হয়। এ সময় আটক করা হয় সংঘবদ্ধ তেলচোর চক্রের হোতা জেলার লালপুর উপজেলার কালুপাড়া গ্রামের আব্দুল আওয়াল, রফিকুল ইসলাম এবং বাউরা গ্রামের মকবুল হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ওই তেল বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন তারা। আটক তিনজনকে তেলসহ লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview