Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ বন্ধ

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২২ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২২ AM

bdmorning Image Preview


মাদারীপুরের ঘটমাঝির ছয়না গ্রামে ৮ম শ্রেণির ভাবনা হাওলাদার নামে এক মেয়ের বাল্যবিবাহ বন্ধ করলেন জেলা প্রশাসন।

ঔ ছাত্রী একই এলাকার বেল্লাল হাওলাদারের মেয়ে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন বাল্যবিবাহের সংবাদ জানতে পেরে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্নি এর নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিবারকে বুঝিয়ে লিখিত নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়।

এসময় পরিবারের পক্ষ থেকে মেয়ের বাবা বেল্লাল হাওলাদারের কাছ থেকে এই বলে লিখিত রাখা হয় যে, মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে বিবাহ দেওয়া যাবে না। যদি এর আগে বিবাহ দেওয়া হয় তাহলে প্রশাসনের আইনগত ব্যবস্থা মানিয়া নিতে বাধ্য থাকিবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্নী বলেন, বাল্যবিবাহের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করি এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ে বিবাহ দিবে না। এই বলে মেয়ের বাবার কাছ থেকে একটি লিখিত রেখেছি।

Bootstrap Image Preview