Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে ট্রলারের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪২ PM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪২ PM

bdmorning Image Preview


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে বন্ধুদের নিয়ে আনন্দ ভ্রমণ করার সময় ট্রলারের ত্রিমুখী সংঘর্ষে সোহান খাঁন নামে ভাঙ্গা পাইলট স্কুলের ৭ম শ্রেণির ছাত্র নিহত হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কুমার নদে নিখোঁজ হলে ৪ ঘণ্টা পর সোহান খানের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। সে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিকাখুলি গ্রামের নুরে আলমের পুত্র।

স্থানীয়রা জানান, প্রতিবছর বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভাঙ্গা কুমার নদে নৌকা বাইচের আয়োজন করা হয়। কিন্তু এবার স্থানীয় আওয়ামী লীগ ও স্বতন্ত্র এমপির বিরোধের কারণে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়নি। তবে মেলার আয়োজন করা হয় কোট চত্বর এলাকায়। এবার নৌকা বাইচ অনুষ্ঠিত না হলেও দল বেঁধে নানা বয়সী ছেলেরা নৌকা, ট্রলার ভাড়া করে আনন্দ ভ্রমণে বের হয়।

ওইদিন দুপুরের দিকে তিনটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হলে বেশ কয়েকজন কুমার নদের পানিতে পড়ে যায়। তাদের মধ্যে কয়েকজন সাতরে তীরে উঠতে সক্ষম হলেও ভাঙ্গা পাইলট স্কুলের শিক্ষার্থী সোহান খাঁন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সোহান খাঁনের মৃতদেহ উদ্ধার করে।

Bootstrap Image Preview