Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নোবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগ ৩য় ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:০১ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৭ AM

bdmorning Image Preview


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগ ৩য় ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ব্যবসায় প্রশাসন বিভাগের জনাব মাসুম মিয়া, মাহবুবুল হক, সুবর্ণা বিশ্বাস প্রমুখ।

এছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে বিদায়ী বক্তব্য রাখেন, ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম আরাফাত ও মুনতাহা আজমী, ৫ম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান গালিব, ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আফরিন তাজিন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন, ৪র্থ ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান নয়ন এবং ৪র্থ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সুমাইয়া।বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তৃতা রাখেন ৩য় ব্যাচের শিক্ষার্থী হাসানুজ্জামান বিজয়, মাহফুজা আক্তার বিনা, মো:নাজমুল হক, সত্যজিৎ দাস শুভ, তানভীর খান জুয়েল।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. দিব্যদ্যুতি সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফা, প্রক্টর জনাব মুশফিকুর রহমান, ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের সাবেক চেয়ারম্যান ড. জাহাঙ্গীর সরকার প্রমুখ।

অনুষ্ঠানে উপাচার্য আগত অতিথি ৩য় ব্যাচের গ্র্যাজুয়েটদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন, উপাচার্যকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী কর্তৃক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Bootstrap Image Preview