Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোটালীপাড়ায় নির্বাচিত ইউপি সদস্যকে মিথ্যা অভিযোগে হয়রানি

আরমান খান জয়, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৯ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৮ AM

bdmorning Image Preview


গোপালগঞ্জের কোটালীপাড়ায় বান্ধাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক খানকে মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ উঠেছে।

জানা যায়, ২০১৬-১৭ইং অর্থ বছরে বান্ধাবাড়ী-কবরবাড়ী এলজিইডি রাস্তার পুনর্নির্মাণের কারণে সামাজিক বনায়ন প্রকল্পের গাছ কমিটির সভাপতি ও সদস্যদের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে বিক্রির সিদ্ধান্ত হয়। উক্ত বছরের জানুয়ারি মাসে গাছ বিক্রির ১ লক্ষ ৮৭ হাজার টাকা নিয়মানুযায়ী সদস্যদের মাঝে বিতরণ করে বাকী ৮৫ হাজার টাকা সভাপতি মহব্বত আলী গোলদার ও কোষাধ্যক্ষ কাজী আমজাদ হোসেনের কাছে জমা রাখা হয়।

অন্যদিকে ২০১৮ইং অর্থ বছরে ঝড় বন্যায় উক্ত রাস্তার রেইনট্রিসহ ১৩টি গাছ ভেঙ্গে পড়ে, এতে জনজীবন চলাচলে বিঘ্ন ঘটে। উপজেলা বন কর্মকর্তা সরজমিনে পরিদর্শন শেষে গাছগুলি অপসারণের সিদ্ধান্ত দেন। বনায়ন প্রকল্পের সভাপতিসহ সমিতির আদেশে উক্ত গাছগুলি ইউপি সদস্য রেজাউল হক খান এপ্রিল মাসে ১৮ হাজার টাকায় বিক্রি করে সমুদয় টাকা কোষাধ্যক্ষ কাজী আমজাদ হোসেনের নিকট জমা রাখেন। পরবর্তীতে সমিতির সভাপতিসহ অন্যান্য সদস্যরা গাছ বিক্রি আদেশের কথা অস্বীকার করেন।

এ ব্যাপারে ইউপি সদস্য রেজাউল হক খানের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, অভিযোগকারী আলী আজম হাওলাদার উক্ত সমিতির কোন সদস্য না। গাছ বিক্রি করার পর তিনি আমার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে আমাকে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও জানান, অহেতুক এই মিথ্যা হয়রানির অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযুক্তকে নোটিশ দিয়ে সরজমিনে তদন্তর্পূবক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview