Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাভাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৫ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ড. মুহাম্মদ শাহীন উদ্দিন সভাপতি এবং শিক্ষক সমাজ প্যানেল থেকে ড. পিনাকী দে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনটি সোমবার সকাল ১০.০০ থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পসস্থ ২য় একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষক সমাজ প্যানেলের পক্ষ থেকে সহ-সভাপতি পদে ড. মীর মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্ধিতায় ড. মোঃ মাসুদার রহমান, দপ্তর সম্পাদক পদে ড. মোঃ খাইরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় সুব্রত সাহা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ড. মোঃ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য পদে ১ম মোঃ সাহেদ মাহমুদ, ২য় মোঃ আশরাফুল আলম, ৩য় ড. মোঃ আবু রাশেদ, ৪র্থ সুমনা শারমিন, ৫ম মোঃ আরঙ্গজেব আকন্দ নির্বাচিত হয়েছেন।

শাহীন-আনোয়ার প্যানেল থেকে যুগ্ম-সম্পাদক পদে মোঃ নাজমুল ইসলাম, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রুখসানা সিদ্দীকা, নির্বাহী সদস্য ৬ষ্ঠ মোঃ মূর্তজা রেজা লিংকন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ৩টি প্যানেলের মাধ্যমে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক ড. মোঃ ইউনুস মিয়া, নির্বাচন কমিশনার হিসেবে ড. মোঃ আনিসুর রহমান আনিছ ও মোঃ মাহফুজ রেজা দায়িত্ব পালন করেন।

Bootstrap Image Preview