Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৮ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৮ PM

bdmorning Image Preview


ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খালের বাঁধের পাড়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মো. অারাফাত (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ধুরুং খালের বাঁধের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত অারাফাত ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে ফটিকছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের আনু হাজীর বাড়ির বাসিন্দা ও বিবিরহাট বাজারের ব্যবসায়ী নুরুল আলমের ছেলে।

খবর নিয়ে জানা যায়ফটিকছড়ি সদর এলাকা থেকে চার বন্ধু মিলে ধুরুং খালের বাঁধের পাড়ে ঘুরতে যায়। এ সময় তারা খালের একপাড় থেকে অন্য পাড়ে যাবার চেষ্টা করে। চার বন্ধুর মধ্যে তিন বন্ধু অন্য পাড়ে পার হয়ে গেলেও পানির স্রোতে গভীরতম স্থানে চলে যায় আরাফাত। একপর্যায়ে সে পানির অতলে ডুবে যায়।

পরে সবার চিৎকারে স্থানীয়রা এসে অারাফাতকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Bootstrap Image Preview