Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'পদ্মার পানি কমলেই স্থায়ী বেড়িবাঁধের কাজ শুরু হবে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৩ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৩ PM

bdmorning Image Preview


শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার পানি কমার সঙ্গে সঙ্গেই ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নড়িয়ায় পদ্মার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

তিনি বলেনগতকাল শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মার ভাঙনের সর্বশেষ অবস্থা জানানোর পর তাৎক্ষণিকভাবে মূখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পানিসম্পদ সচিব ও পাউবোর কর্মকর্তাদের ডেকে নড়িয়াকে ভাঙনের হাত রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। ওই নির্দেশনার পরপরই আজ পানিসম্পদ মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন।

ব্রিফিংয়ের আগে নড়িয়া উপজেলা চত্বরে ভাঙন কবলিত এলাকার ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি বিস্কুট, ১ লিটার সোয়াবিন তেল, ৫০০ গ্রাম মুড়ি, ১২টি দিয়াশালাইর প্যাকেট ও ১২টি মোম বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, নড়িয়ার ইউএনও সানজিদা ইয়াসমিন, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, সহ-সম্পাদক সৈয়দ হেমায়েত হোসেন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী প্রমুখ।

Bootstrap Image Preview