Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলায় চাকরী স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৭ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৭ PM

bdmorning Image Preview


ভোলায় চাকুরী স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন, র‌্যালী ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ভোলা সদর উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষণার্থী সমন্বয় পরিষদ শাখা এ কর্মসূচি পালন করে।

আজ রবিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সমন্বয় পরিষদ ভোলা সদর উপজেলা শাখার সদস্যবৃন্দ ভোলা প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন করে।

জানা যায়, উক্ত মানববন্ধন শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সমন্বয় পরিষদ ভোলা সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

মানবন্ধনে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সমন্বয় পরিষদ ভোলা সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে চাকুরী প্রদান ও বেকারত্ব দূর করার লক্ষে ২ বছরের জন্য এই ন্যাশনাল সার্ভিস চালু করেন। কিন্তু দেখা গেছে ২ বছর পর ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে যেসব যুবকরা কর্মসংস্থানের সুযোগ হয়েছিল তারা পুনরায় আবার বেকার হয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে এই অবস্থা লক্ষ্য করা গেছে। ওই সমস্ত এলাকার ন্যাশনাল সার্ভিসের সদস্যরাও চাকুরী স্থায়ী এবং জাতীয়করণের জন্য মানববন্ধন-র‌্যালী-স্মারকলিপি প্রদান অব্যাহত রেখেছে।

তাই তাদের মত ভোলা সদর উপজেলার ন্যাশনাল সার্ভিসের সদস্যদের যাতে করে একই পরিস্থিতির সম্মুখীন হতে না হয় সে জন্য ভোলা সদর উপজেলার ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই চাকুরী স্থায়ী, বেতন-ভাতা বৃদ্ধি এবং জাতীয়করণের দাবীতে মানববন্ধন-র‌্যালী ও স্মারকলিপি প্রদান করেছে। মানববন্ধনে বক্তারা ন্যাশনাল সার্ভিসের কর্মসূচির প্রশিক্ষনার্থীদের চাকুরি স্থায়ীকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

Bootstrap Image Preview