Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মঙ্গলবার কিম-মুনের তৃতীয় সাক্ষাৎ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৪ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৪ AM

bdmorning Image Preview


এর আর দুইবার সামনাসামনি সাক্ষৎ হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন অনেক কথাই হয়েছে তাঁদের মধ্যে, সেসব কথা নিয়ে সংবাদমাধ্যমে নাড়াচাড়াও হয়েছে কিন্তু আঞ্চলিক বা আন্তর্জাতিক সংকটের সমাধানে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আজও নেওয়া হয়নি আর কারণে উনের সঙ্গে তৃতীয় সাক্ষাতে মুনকে প্রচণ্ড চাপের মধ্যে থাকতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা

দুই নেতার প্রথম সাক্ষাৎ হয় গত এপ্রিলে পরের মাসেই জরুরি ভিত্তিতে তাঁরা আরেক বৈঠকে মিলিত হন তাঁদের মধ্যে তৃতীয় সাক্ষাত্টা ঘটতে যাচ্ছে আগামী পরশু মঙ্গলবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠেয় বৈঠকটি হতে যাচ্ছে মুনের জন্য খুব শক্ত চ্যালেঞ্জ বৈঠকে মুনকে মূলত উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের সুনির্দিষ্ট সময়সীমা রূপরেখা আদায় করতে হবে; সেটা করতে না পারলেও অন্ততপক্ষে কাছাকাছি কিছু একটা ঘোষণা আদায় করতে হবে তা না হলে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার অচলাবস্থা আরো প্রকট আকার ধারণ করবে এবং সেটা আদতে কোরীয় উপদ্বীপের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা

দক্ষিণ কোরিয়ার সরকারের অর্থায়নে পরিচালিত কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের সাবেক প্রেসিডেন্ট কিম তায়েউও বলেন, ‘কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্তকরণ বলতে কী বোঝানো হচ্ছে, তৃতীয় বৈঠকে সেটা আরো স্পষ্ট হয়ে যাবে উত্তরপক্ষ এত দিন ধরে যে আলোচনা চালিয়ে আসছে, তাতে যদি সদিচ্ছা বলে কিছু থেকে থাকে তবে মুন এবার একটা সুফল বের করে আনতে পারবেন কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তেমন সম্ভাবনা খুব কম বলে আমার মনে হচ্ছে

তায়েউওর এমন আশঙ্কার পেছনে কারণও আছে উন-মুনের দুই দফা বৈঠকের সাফল্য হিসেবে গত ১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উনের যে বৈঠক হয়, তাতে তাক লাগানো কিছু ঘোষণা দেওয়া হলেও সেগুলোর কোনো বাস্তবায়ন ঘটেনি উল্টো ওই সব ঘোষণার বাস্তবায়ন নিয়ে ওয়াশিংটন-পিয়ংইয়ং বাগিবতণ্ডা আর অচলাবস্থা প্রবল হয়ে উঠেছে

১২ জুনের ওই সব ঘোষণার মধ্যে উল্লেখযোগ্য ছিল উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত করার ব্যাপারে উনের অঙ্গীকার যুক্তরাষ্ট্র বলছে, পরমাণু নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়া দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না এদিকে উত্তর কোরিয়া বলছে, পরমাণু নিরস্ত্রীকরণ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রগুণ্ডার মতোআচরণ করছে বিতর্কের জেরে ট্রাম্প গত মাসে তাঁর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উত্তর কোরিয়া সফর বাতিল করেছেন পম্পেও অবশ্য গত শুক্রবার দাবি করেছেন, তাঁদের সঙ্গে পিয়ংইয়ংয়ের আলোচনা অব্যাহত আছে এই অচলাবস্থার মধ্যে তৃতীয়বারের মতো মিলিত হতে যাচ্ছেন উন মুন

Bootstrap Image Preview