Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে কলকাতার ক্যানিং স্ট্রিট মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩১ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩১ AM

bdmorning Image Preview


শনিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী ক্যানিং স্ট্রিটে কলকাতার বাগরি মার্কেটে আগুন লেগেছে। দমকল বাহিনীর ৩০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘রাত পৌনে ৩টার দিকে আগুন ছড়িয়ে পড়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং ঘিঞ্জি ভবনগুলোর কারণে আগুন নেভানোর কাজ অত্যন্ত কঠিন পড়েছে।’

ভারতীয় গণমাধ্যম জানায়, আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে ওই এলাকায়। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নেভানো যায়নি। দমকল বাহিনী আগুনের উৎস সম্পর্কে জানাতে পারেনি। ভবনে ঢোকার জন্য বিভিন্ন দোকানের জানালা, শাটার ভাঙতে দেখা গেছে তাদের। মার্কেটটিতে ওষুধ, জুয়েলারি ও কসমেটিকসের দোকান রয়েছে।

দমকলকর্মীদের আশঙ্কা, আগুন আশপাশের ভবনগুলোতে আরো ছড়িয়ে পড়তে পারে। কলকাতা পুলিশের দুর্যোগ ব্যবস্থাপনা দল ও বেসামরিক প্রতিরক্ষা ইউনিট আগুন নেভানোর কাজে সহায়তা করছে।

Bootstrap Image Preview