Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিমোভার ছাড়াই মুছে ফেলুন নেলপলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৭ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৭ AM

bdmorning Image Preview


সাধারণত মেয়েরা সাজুগুজু করতে বেশি পছন্দ করে। মেয়েদের সাজগোজের একটি বড়ো উপকরণ হচ্ছে নেলপলিশ। এমন কোনো মেয়ে নেই যে নেলপলিশ পছন্দ করেন না। লাল থেকে নীল কালো সব রকমের রঙের নেলপালিশ মেয়েদের ফেভারিট। দোকানে দোকানে নেলপলিশ দেখলেই দাঁড়িয়ে যায় মেয়েরা।

একবার শেডস দেখতে শুরু করলে দোকান থেকে নড়াই মুশকিল। কিন্তু অনেকের পক্ষেই ঘন ঘন নেলপলিশ চেঞ্জ করা হয় না। কাজের ব্যস্ততার মাঝে বারবার তুলোয় রিমোভার লাগিয়ে পুরনো রঙ তুলে নতুন নেলপলিশ পড়া বেশ ঝক্কির। অন্যদিকে রিমোভার শেষ হয়ে গেলেও আর কিছু করার থাকে না।

তবে রিমোভার শেষ হয়ে গেলে যে আপনি নেলপলিশ তুলতে পারবেন না এমনটা নয়। নানা রকমের উপায় আছে নেলপলিশ তোলার।

নেলপালিশ তুলতে হলে প্রথমে নখের ওপর সরাসরি ডিওডরেন্ট স্প্রে করে দিন।

তারপর তুলো দিয়ে ঘষে তুলে নিন। একবারে রিমোভারের মতোই উঠে গিয়েছে।

একবার স্প্রে করে না উঠলে দ্বিতীয় বার করতে পারেন। কিন্তু ডিওড্রেন্ট শুকনোর আগেই তুলে ফেলুন।

 

Bootstrap Image Preview