Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খুলনায় মন্দির থেকে ৫ভরি স্বর্ণালংকার চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১২ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১২ AM

bdmorning Image Preview


খুলনায় দেয়াল টপকে মন্দিরের তালা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুস্কৃতকারীরা। স্বর্ণালংকার চুরির ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।

শনিবার গভীর রাতে নগরীর প্রাণকেন্দ্রের আর্য্য ধর্মসভা মন্দিরে এ চুরির ঘটনা ঘটেছে।

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু জানান, গতকাল শনিবার গভীর রাতে দুস্কৃতকারীরা দেয়াল টপকে মন্দিরের ভিতরে প্রবেশ করে। এরপর নারায়ণ মন্দিরের তালা ভেঙ্গে পাশের কালী মন্দিরে প্রবেশ করে। কালী মন্দির থেকে কালী মূর্তির শরীরে পরিহিত বিভিন্ন ধরনের ৫ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

এদিকে মন্দির থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার ও দুস্কৃতকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু।

এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি (তদন্ত) সুজিত কুমার মণ্ডল বলেন, আর্য্য ধর্মসভা মন্দির থেকে স্বর্ণলংকার চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশপাশি দুস্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview