Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয় তুরস্কের নিজস্ব বিষয়: ন্যাটো মহাসচিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৯ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৯ AM

bdmorning Image Preview


মস্কোর কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার আঙ্কারার সিদ্ধান্তকে তুরস্কের নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।

শনিবার (১৫ সেপ্টেম্বর) ওয়াশিংটনে একটি থিংক ট্যাংকে দেয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, ন্যাটোর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আলাদা আলাদা সমরাস্ত্র ও ব্যবস্থাকে একটি বৃহৎ ব্যবস্থাপনার আওতায় এনে ব্যবহার করা।

গত সপ্তাহে অর্থ ও বাণিজ্য বিষয়ক টিভি নেটওয়ার্ক সিএনবিসি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, এস-৪০০ ব্যবস্থা মোতায়েনের জন্য তুরস্ক একটি স্থানে নির্মাণ কাজ শুরু করেছে। তবে স্থানটি কোথায় তা জানায়নি সিএনবিসি।

ন্যাটো মহাসচিব এমন সময় এ বক্তব্য দিলেন যখন আমেরিকাসহ ন্যাটো জোটের আরো কিছু সদস্যদেশ তুরস্কের পক্ষ থেকে এই ব্যবস্থা কেনার বিরোধিতা করেছে। মার্কিন সরকার বলছে, তুরস্কে এই ব্যবস্থা মোতায়েন করা হলে তা দিয়ে আমেরিকার এফ-৩৫ জঙ্গিবিমান ভূপাতিত করা যাবে।

Bootstrap Image Preview