Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পানছড়িতে ভয়াবহ আগুনে দোকান ঘর সহ বসতবাড়ি ভস্মীভূত

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৩ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৪ AM

bdmorning Image Preview


খাগড়াাছড়র পানছড়ি উপজেলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮ দিকে আগুনের সূত্রপাত। এতে বাজারের দেবালয় অনুকূল ঠাকুরের আশ্রম, আইসক্রীম ফ্যাক্টরি, লেপ তোষকের দোকানসহ প্রায় ২০-২৫ টি বসত বাড়ি আগুনে ভস্মীভূত হয়। আগুন লাগার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনতা আগুন নেভানোর চেষ্টা করে।

আগুনে সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত করতে না পারলেও প্রাথমিক ভাবে ধারণা করা লেপের দোকান থেকে আগুন সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে একটি আইসক্রীম ফ্যাক্টরি, লেপ-তোষকের দোকানসহ প্রায় ২০-২৫  টি দোকান মুর্হূতের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়ভাবে ফায়ার সার্ভিস না থাকায় আগুন লাগার খবর পেয়ে খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রওনা হয় এদিকে। রাত ৯ টা ১৫ মিনিটের দিকে পানছড়ি বাজারে ফায়ার সার্ভিস পৌঁছায়।

পানছড়ি সদও ইউনিয়নের চেয়ারম্যান নজির মাহমুদ জানান,‘ স্থানীয় জনতা ও বাজার ব্যবসায়ীদের একান্ত প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে দেরি হওয়ায় স্থানীয় জনতা বিক্ষুদ্ধ হয়ে উঠে।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) আবুল হাশেম জানান,‘ প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা ছাড়িয়ে যাবে ।’

Bootstrap Image Preview