Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গভীর রাতে রেইনট্রিগাছে জামাই, এলাকাবাসী বলছে পরীর আছর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৮ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৮ PM

bdmorning Image Preview


চাঁদপুরে রাতের অন্ধকারে শ্বশুরবাড়ির ৪০ থেকে ৪৫ ফুট উঁচু একটি রেইনন্ট্রি গাছে ওঠে চিকন দুই ডালে শুয়ে ছিল এক যুবক।  খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে অজ্ঞান অবস্থায় দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে।

বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহরের পুরানবাজার মধ্যশ্রীরামদীতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত এ এলাকার শত শত নারী-পুরুষ সেখানে জড়ো হয়ে গাছের ওপর শুয়ে থাকার দৃশ্য অবলোকন করেছেন।

আহত সাব্বির মধ্যশ্রীরামদীর মৃত আবু কালাম গাজীর ছোট ছেলে। পেশায় রাজমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী অনেকের ধারণা, জিন-পরীর আছর ও পেঁচার ডাক শুনে এ ঘটনা ঘটেছে এবং অলৌকিক শক্তিতে ওই যুবক গাছে এভাবে শুয়েছিল।

 

চাঁদপুর বিদ্যুৎ বিভাগের মইয়ের (লেডার) সাহায্যে চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের ফায়ারম্যানরা গাছের উপর শুয়ে থাকা ওই যুবককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সাব্বির গাজীকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Bootstrap Image Preview