Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হরিয়ানায় সংঘবদ্ধ ধর্ষণে জড়িত এক সেনা, দাবি পুলিশের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৩ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৩ PM

bdmorning Image Preview


হরিয়ানায় কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন দিন পরও এক জনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর মধ্যেই এই ধর্ষণকাণ্ডে জড়াল ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানের নাম। রাজস্থানে কর্মরত ওই জওয়ানের নাম পঙ্কজ ফৌজি।

পঙ্কজ ছাড়াও আরও দুই অভিযুক্ত মণীশ ও নিশু-র ছবি প্রকাশ করেছে হরিয়ানা পুলিশ। অভিযুক্তদের কোনও খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে।  

যদিও, হরিয়ানায় অপহরণ করে ওই ধর্ষণের ঘটনাটি তিনদিন পেরিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত একজন সন্দেহভাজনকেও আটক করতে পারেনি পুলিশ।

সিবিএসই'র বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

হরিয়ানার পুলিশ প্রধান বিএস সাঁধু বলেন, রাজস্থানের সেনা ইউনিটে কাজ করা পঙ্কজ ফৌজি এই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত। পুলিশের একটি দল তাকে ধরার জন্য রাজস্থান গেছে। আমি নিশ্চিত আজকের মধ্যেই তাকে ধরে ফেলা সম্ভব হবে।

তিনি আরো বলেন, এই তিনজন অভিযুক্তই ওই তরুণীর পরিচিত ছিল। লেফটেন্যান্ট জেনারেল চেরিশ ম্যাথসন বলেন, সেনাবাহিনীর কোনো কর্মী যদি অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকে; তাহলে তাকে যেন তাড়াতাড়ি গ্রেফতার করে ধর্ষণের কারণে শাস্তি দেওয়া যায়, তা আমরা নিশ্চিত করব। ভারতীয় সেনাবাহিনীতে অপরাধীদের কোনো জায়গা নেই।

অভিযোগে বলা হয়, গ্রামের কাছেই একটি কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল ওই তরুণী। তখনই তিনজন অল্পবয়সী যুবক গাড়িতে করে এসে তাকে অপহরণ করে একটি ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানেই তিনজনে মিলে ধর্ষণ করে তাকে। তারপর রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় ওই তরুণীকে বাসস্ট্যান্ডে ফেলে দিয়ে যায় তারা। তাকে ঘুমের ওষুধ মেশানো পানীয় দেওয়া হয়েছিল বলে জানায় সে।

সিবিএসই পরীক্ষায় দুর্দান্ত ফল করার জন্য সংবর্ধনা দেওয়া হয়েছিল ওই তরুণীকে। তার বাবা জানান, আট থেকে দশ জন মিলেও ধর্ষণ করতে পারত তার কন্যাকে।

এই মামলায় দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য পুলিশের ওপর ক্ষোভে ফেটে পড়েন ওই তরুণীর মা।

অভিযুক্তদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। যদিও ঘটনার তিন দিন পরও কাউকে গ্রেফতার করতে না পারায় রিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন প্রতিবেশী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

Bootstrap Image Preview