Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন পররাষ্ট্রমন্ত্রী

মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৭ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৭ PM

bdmorning Image Preview


দিনাজপুরের চিরিরবন্দরে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপের মাঝে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

আজ শনিবার বিকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানীর সভাপত্বিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় নশরতপুর ইউনিয়ন ২-০ গোলে সাতনালা ইউনিয়নকে পরাজিত করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ ট্রফি, ম্যান অব দ্যা ম্যাচ, সেরা গোল দাতাদের মাঝে পুরস্কার বিতরন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনি মিসেস শাহীন আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, উপজেলা আওয়ামীগের সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ, সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিম উদ্দীন সরকার গোলাপ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল হক, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম প্রমূখ। 

Bootstrap Image Preview