Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে সড়কে গতিরোধ'র চেয়ে মানববন্ধন

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৪ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৪ PM

bdmorning Image Preview


সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বনাথের রশিদপুর পয়েন্টে গতিরোধক, ট্রাফিক নিয়োগ, গোল চত্ত্বর ও যাত্রী চাউনী নির্মাণের দাবিতে মানবন্ধন করেছেন এলাকাবাসি।

শনিবার সকাল ১১টায় জনমঙ্গল-রশিদপুর সমাজ কল্যাণ সংস্থা ও বৃহত্তর রশিদপুর এলাকাবাসির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে বক্তারা বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে গতিরোধক না থাকায় সড়ক দূর্ঘটনা আশংকাজনক হারে বেড়েছে। যাত্রী ও পথচারীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে দ্রুত রশিদপুরে গতিরোধক ও ট্রাফিক নিয়োগের দাবি জানান সরকারের কাছে।

সংস্থার সভাপতি সাহিবুর রহমান সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলীর পরিচালনায় বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বী শেখ মো. মনির মিয়া, চমক আলী, শেখ মো. আজাদ, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, গাজিউর রহমান, ইজার আলী, মহব্বত আলী জাহান, আব্দুল মোমিন মামুন মেম্বার, সিতাব আলী, হাবিবুর রহমান, সাজ্জাদ আলী, শেখ ফজর রহমান, কাওছার আহমদ, আসাদুজ্জামান নূর আসাদ, তানিমুল ইসলাম, হোসাইন আহমদ প্রবেল, ইমাদউদ্দিন দয়াল, ফজলুর রহমান শিপন, জাহাঙ্গীর হোসেন, শামীম আহমদ, মোসাঈদ আলী, সাহেদ মিয়া। এসময় এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview