Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে পরিচ্ছন্নতা অভিযান চালালো 'পরিবর্তন চাই'

 আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি : 
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৭ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৭ PM

bdmorning Image Preview


'চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই' এই স্লোাগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রথম বারের মতো পালিত হয়েছে দেশটাকে পরিষ্কার করি দিবস। 

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বর থেকে স্বেচ্ছাসেবী সংগঠন 'পরিবর্তন চাই' এ কর্মসূচির আয়োজন করে। পরিস্কার পরিছন্ন অভিযানের উদ্বোধন করেন দিবসটির প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান। 

ব্যতিক্রধর্মী এ পরিচ্ছন্নতা অভিযানে বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন কলেজের স্কাউট দল, বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলসহ প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী উপজেলা পরিষদ থেকে শুরু করে বালিয়াডাঙ্গী বাজারের চারটি রাস্তা, শহীদ মিনার এবং স্মৃতিসৌধ পরিষ্কার করে।

এ সময় বক্তারা বলেন, দেশটাকে পরিষ্কার করি দিবসের মতো প্রতীকী পরিচ্ছন্নতা অভিযানের মাধমে দেশের মানুষের মধ্যে পরিচ্ছন্নতার সচেতন বাড়াতেই এই উদ্যোগ। আয়োজকদের প্রত্যাশা তাদের এই উদ্যোগে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ছে। 

বালিয়াডাঙ্গী চৌরাস্তায় আলোচনা সভা ও স্বেচ্ছাসেবীদের সনদপত্র বিতরণের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্নান, পরিবর্তন চাই এর বালিয়াডাঙ্গী উপজেলা সমন্বয়ক আজাদ আল শামস্, বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি সাংবাদিক আল মামুন জীবন প্রমুখ, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আব্দুস সবুর, প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আগামীতে কার্যক্রম অব্যাহত রাখার জন্য সকলে শপথ গ্রহণ বাক্য পাঠ করেন। 

পরিস্কার পরিছন্ন অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

Bootstrap Image Preview