Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে ইছামতির ৫ম বর্ষ পূর্তিতে ১৫দিন ব্যাপী বৃক্ষরোপণ 

নাজমুল হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৬ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৮ AM

bdmorning Image Preview


"সুস্থভাবে বাঁচার জন্য বৃক্ষরোপণ করি, ইছামতির হাত ধরে সোনার বাংলা গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে অরাজনৈতিক ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের ৫ম বর্ষ পূর্তিতে ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ করা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে শনিবার (১৫ সেপ্টেম্বর) বৃক্ষরোপণ শেষ হয়।

এ উপলক্ষ্যে, সংগঠনটির পক্ষ হতে নবাবগঞ্জ উপজেলার ৫০টি প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার বৃক্ষরোপণ করা হয়। এছাড়া সংগঠনটির ৫ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সেচ্ছায় রক্তদান, কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের আগস্ট মাসে গুটি কয়েক তরুণ ছাত্রদের সাথে নিয়ে ইছামতি ছাত্র সংগঠন যাত্রা শুরু করে। হাটি হাটি পা পা করে সংগঠনটির আজ সদস্য সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। নবাবগঞ্জ উপজেলার মধ্যে এটিই সর্বপ্রথম বৃহৎ ছাত্র সংগঠন।

সংগঠনির উদ্দেশ্য হচ্ছে, নবীণ শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান, সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করা, শিক্ষা ব্যবস্থায় সার্বিক উন্নয়ন মূলক কাজ করা। এছাড়া ইছামতির কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, সেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সচেতনতামূলক প্রচার অভিযান, মাদক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধ, দরিদ্র শিশুদের আর্থিক সহায়তা প্রদান, ঈদ বস্ত্র ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

এছাড়া সংগঠনের বড় সাফল্যের মধ্যে অন্যতম সাফল্য রোগীদের মাঝে সদস্য কতৃক পাঁচ বছরে প্রায় ৩৫০০ ব্যাগ  বিনামূল্যে রক্ত প্রদান করা হয়। সেই সাথে গত ৫ বছরে সংগঠনটির সিনেট সদস্য কামরুজ্জামান রতন সেচ্ছায় ১৭ বার রক্তদান করে সবার শীর্ষে রয়েছেন। দোহার-নবাবগঞ্জে সংগঠনটি রক্তের ফেরিওয়ালা নামে বেশ পরিচিত। 

মো. মাসুম বিন মোশারফ তুষারের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের অধ্যক্ষ ড. আলমাস আলী খান,  ডিএন কলেজের সাবেক অধ্যক্ষ মানবিন্দ্র দত্ত, বীরমুক্তিযোদ্ধা খন্দকার সামসুল আলম পোখরাজ, সিনেট সদস্য রিফাত কাজী, সাদরুল ভুঁইয়া সহল, জামিল হোসেন, মো. জামান, মো. নেছার আহমেদ নাহিদ, মো. পারভেজ মাহমুদ, শাহ্ আলম, মো. ফয়সাল প্রমুখ।

Bootstrap Image Preview