Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মানব উন্নয়ন সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৯ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৯ AM

bdmorning Image Preview


জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে ৩ ধাপ এগিয়ে ১৩৬তম স্থান অর্জন করেছে বাংলাদেশ।

মানুষের অগ্রগতি তুলে ধরতে জনস্বাস্থ্য, শিক্ষা ও আয়ের তথ্য বিশ্লেষণ করে ইউএনডিপির মানব উন্নয়ন সূচক তৈরি করা হয়েছে ১৮৯ দেশ ও অঞ্চলকে নিয়ে।

গতকাল প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ইউএনবি জানায়, গড় আয়ু, মাথাপিছু আয়সহ বিভিন্ন আর্থসামাজিক ক্ষেত্রে অগ্রগতির ফলে বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে। আর সূচকে নেতৃত্ব দিচ্ছে নরওয়ে, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও জার্মানি। তলানিতে রয়েছে নাইজার, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, চাদ ও বুরুন্ডি। প্রকাশিত সূচকে বাংলাদেশ থেকে ভারত মাত্র ছয় ধাপ এগিয়ে অবস্থান করছে ১৩০তম স্থানে।

দক্ষিণ এশিয়া অঞ্চলের গড় মান শূন্য দশমিক ৬৩৮-এর ঊর্ধ্বে অবস্থান করছে দেশটির মান। অবশ্য তালিকায় পাকিস্তান আছে ১৫০তম অবস্থানে। অর্থাৎ বাংলাদেশের চেয়ে ১৪ ধাপ পেছনে।

এদিকে সার্বিকভাবে মানব উন্নয়নে অগ্রগতি হচ্ছে বিশ্বব্যাপীই। ২০১০ সালে যেখানে খুব উচ্চ মানব উন্নয়ন গ্রুপে ৪৬টি দেশ ছিল, বর্তমানে তা ৫৯টি। আর নিম্ন গ্রুপে আছে মাত্র ৩৮টি দেশ। অথচ আট বছর আগেও ছিল ৪৯টি।

Bootstrap Image Preview